বৈদিক ভিলেজ কাণ্ডে তথ্য প্রমাণে সমস্যায় পুলিশ, তলব রিসর্টের সুপার ভাইজার ও স্টেট ম্যানেজারকে

কলকাতা: রাজারহাটে অভিজাত রিসর্টে গণধর্ষণের ঘটনায় রিসর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সুপারভাইজার এবং রিসর্টের স্টেট ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল বিধাননগর কমিশনারেট। এদিকে সূত্রে খবর, তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থলে যাবে ফরেনসিক সায়েন্স অ্যান্ড ল্যাবরেটরির তরফ থেকে একটি দল। এদিকে বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, গোটা ঘটনার তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে তদন্তকারী আধিকারিকদের। কারণ, যেদিন গণধর্ষণের ঘটনা ঘটেছিল তারপরের দিন ঘটনাস্থলে আরও একটি বার্থডে পার্টি ছিল। তার জেরে যেখানে এই গণধর্ষণের ঘটনা ঘটে অর্থাৎ একিউ সিক্স ঘরটির পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অধিকাংশ ক্ষেত্রেই মেলেনি।
এদিকে আরও একটি তথ্য বিধাননগর কমিশনারেটের তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে। এই ঘটনায় নির্যাতিতার কোনও আমন্ত্রণ ছিল না বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। একজনের জন্মদিনে বন্ধু ও তাঁর বান্ধবীর আমন্ত্রণ ছিল। কিন্তু নির্যাতিতার কোনও আমন্ত্রণ ছিল না বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেক্ষেত্রে তিনি কেন সেই জন্মদিনের পার্টিতে উপস্থিত হয়েছিলেন, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তাঁকে নিয়ে যাওয়ার কথা কে বলেছিলেন তাও জানার চেষ্টা চলছে। এদিকে নির্যাতিতার বয়ান অনুযায়ী, তাঁকে ঠান্ডা পানীয় খাওয়ানো হয়। আর ওই ঠান্ডা পানীয়র সঙ্গেই ছিল মাদক। আর তা খাওয়ার পরই অচৈতন্য হয়ে পড়েন নির্যাতিতা। এখন বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে তদন্ত করে এও দেখা হচ্ছে, সংজ্ঞাহীন করার জন্য মাদকের সঙ্গে কী মেশানো হয়েছিল? সঙ্গে খোঁজ চলছে, এই মাদক কোথা থেকে কেনা হয়েছিল সে ব্যাপারেও। এরই পাশাপাশি এই ঘটনায় মূল অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখছে গোয়েন্দা শাখার তদন্তকারী আধিকারিকরা। এদিকে বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, রিসর্টে গণধর্ষণ কাণ্ডে ধৃতদের শারীরিক পরীক্ষা করানো হয় রবিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − three =