রান কম থাকায় বাঁচল না ম্যাচ। তবে বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেটে কম রানেও লড়াই করল ভারত। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতকে তিন উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে শেষ অব্দি ক্রিজে টিকে ম্যাচ জিতিয়ে আসেন ট্রিস্টেন স্টাবস। যোগ্য সঙ্গ দেন জেরাল্ড কটজিয়া। ভারতের হয়ে পাঁচ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী।
এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করাম। ভারতের টপ অর্ডারে কেউ রান পাননি। সঞ্জু স্যামসন(০), অভিষেক শর্মা(৪), সূর্যকুমার যাদব(৪) রানে আউট হন। মার্কো জ্যানসেন এবং জেরাল্ড কটজিয়ার বোলিংয়ে পাওয়ার প্লেতেও রান ওঠেনি। অক্ষর প্যাটেলের ২৭, তিলক ভার্মার ২০ এবং হার্দিক পাণ্ডেয়ার ৩৯ রানে ভর করে কুড়ি ওভারের শেষে ছয় উইকেট হারিয়ে ১২৪ রান তোলে টিম ইন্ডিয়া।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল দক্ষিণ আফ্রিকার। মার্করাম(৩) রান না পেলেও রায়ান রিকেলটন(১৩) এবং রিজা হেন্ড্রিকসের (২৪) রানে ভর করে ভাল শুরু করে প্রোটিয়ারা। কিন্তু তাদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান বরুণ।
চার ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি। তাঁর দাপটে গুটিয়ে যায় সাউথ আফ্রিকার মিডল অর্ডার। কিন্তু ডেথ ওভারে অভিজ্ঞতার অভাব থাকায় ভুগতে হল ভারতকে। কটজিয়া এবং স্টাবসের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।