ফাঁকা মাঠে কষ্টার্জিত জয়ে মূল্যবান তিন পয়েন্ট মোহনবাগানের

ঘুরে দাঁড়াল মোহনবাগান। দীর্ঘ বিরতির পর আইএসএলে ঘরের মাঠে গত ম্যাচে চেন্নায়িন এফসির বিরুদ্ধে নেমেছিল সবুজ মেরুন। লিডও নিয়েছিল তারা। এরপর প্রতিপক্ষ লিড নেয়। মোহনবাগান সমতাও ফেরায়। শেষ মুহূর্তে নাটকীয় জয় ছিনিয়ে নেয় চেন্নায়িন এফসি। তাদের গোলরক্ষক মোহনবাগানের প্রাক্তনী দেবজিৎ মজুমদার অনবদ্য একটা সেভ করেন। না হলে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত মোহনবাগান।

গত ম্যাচে হারের কারণে পঞ্জাব এফসির বিরুদ্ধে অ্যাওয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মোহনবাগানের কাছে। অ্যাওয়ে ম্যাচে পঞ্জাবকে হারিয়ে লিগ শিল্ডের দৌড়ে রইল মোহনবাগানও। ফাঁকা মাঠে ম্যাচ। গত মাসে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে একটি দুর্ঘটনা হয়েছিল। সে কারণেই রুদ্ধদ্বার ম্যাচ করতে হয়। ফাঁকা মাঠে পঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগানের কষ্টার্জিত জয় বলা যায়।

ম্যাচের প্রথমার্ধেই এক গোলের লিড নেয় মোহনবাগান। সেটা স্বস্তি-অস্বস্তি দুটোই ছিল। গত ম্যাচে লিড নিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল। সে কারণেই যেন অজানা আতঙ্ক। শারীরীক অসুস্থতার কারণে গত ম্যাচের মতো এ ম্যাচেও বেঞ্চে ছিলেন না মোহনবাগানের হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাঁকেও স্বস্তি দেবে এই জয়। ৪২ মিনিটে মোহনবাগান এবং ম্যাচের একমাত্র গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 7 =