মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডোর গলায় উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । তিনি মোদিকে অবিশ্বাস্য ও দূরদর্শী প্রধানমন্ত্রী বলে অভিহিতও করেন। আমেরিকায় বসবাসকারী ভারতীয় একটি অনুষ্ঠানে গিয়ে এই ভাষাতেই মোদির প্রশংসা করতে দেখা গিয়েছে মার্কিন বাণিজ্য সচিবকে। প্রসঙ্গত, শনিবার আমেরিকায় বসবসকারী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জিনা রাইমন্ডো।
এদিকে গত মার্চ মাসে ভারত সফরে এসেছিলেন মার্কিন বাণিজ্য সচিব। এই সফরে ভারতের অন্যান্য আধিকারিকদের পাশাপাশি সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও। এরপর বেশ কিছুক্ষণ দুই দেশের বাণিজ্য বিষয় নিয়ে দুজনের মধ্যে কথাও হয়। শনিবার বক্তব্য রাখতে গিয়ে মার্চ মাসে তাঁর এই ভারত সফরের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মার্কন বাণিজ্য সচিব। ইন্ডিয়া হাউসে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন বাণিজ্য সচিব বলেন যে সম্প্রতি ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়ে তাঁর আলোচনা হয়েছিল বলেও জানান তিনি।
এরই পাশাপাশি তিনি মোদিকে শুধু অবিশ্বাস্য ও দূরদর্শী প্রধানমন্ত্রী নন, একই সঙ্গে দেশের জনগণের প্রতি দায়বদ্ধ বলেও প্রশংসা করেন। এই গুণের জন্য নমোকে বিশ্বের সেরা নেতা বলে মনে করছেন তিনি। শুধু প্রধানমন্ত্রী নন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও তাঁর সাক্ষাতের প্রসঙ্গটিও তুলে ধরেন জিনা। একইসঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও তাঁর পরিবারের আতিথেয়তায় তিনি মুগ্ধ তা জানাতেও ভোলেননি। সেই সঙ্গে প্রতিরক্ষার পাশাপাশি মহাকাশ এবং পরবর্তী প্রজন্মের প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্বের কথাও তুলে ধরেন মার্কিন বাণিজ্য সচিব। এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি। এরই রেশ টেনে বলেন, দ্বিপাক্ষিক এই চুক্তিটি ভারত-মার্কিন সম্পর্ক শুধু জোরদার করেনি, সেই সঙ্গে চিনকে বিচ্ছিন্ন করার নয়াদিল্লির কৌশল বলেও মনে করা হচ্ছে।