নয়াদিল্লি : সন্ত্রাসবাদ ইস্যুতে আন্তর্জাতিক মহলে ফের মুখ পুড়ল পাকিস্তানের। পহেলগামে জঙ্গি হামলায় জড়িত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-কে নিষিদ্ধ ঘোষণা করল আমেরিকা। লস্কর-ই-তইবার এই ছায়া সংগঠনটিকে ‘বিদেশি জঙ্গি গোষ্ঠী’র তকমা দেওয়া হয়েছে।
মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নয়াদিল্লি। এর ফলে ভারত ও আমেরিকার মধ্যে সন্ত্রাসবাদ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও মজবুত হবে বলে ভারতের তরফে জানানো হয়েছে।
মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুক্রবার ভারতের তরফে এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং জঙ্গি কাঠামো ধ্বংস করতে বিশ্বব্যাপী সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আসছে ভারত। টিআরএফ-কে জঙ্গি তালিকাভুক্ত করা একটি সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি সন্ত্রাসবাদ দমনে ভারত এবং আমেরিকার মধ্যে গভীর সহযোগিতার প্রতিফলন।

