মুম্বই : শনিবার বিপত্তি হল অনলাইন পেমেন্টের ক্ষেত্রে। এদিন হঠাৎই ইউপিআই পরিষেবা বিকল হয়ে যায়। ফলে দেশের বহু গ্রাহক অনলাইন পেমেন্ট করতে গিয়ে আটকে যান।
যে খবর পাওয়া গিয়েছে, শনিবার দুপুর থেকেই ইউপিআই সার্ভিস ডাউন হয়। ফলে টাকা ট্রান্সফারও থমকে যায়। এই নিয়ে শনিবার দুঃখপ্রকাশ করলো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই)।
তাদের তরফে জানানো হয়েছে, বর্তমানে এনপিসিআই মাঝে মাঝে প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছে, যার ফলে আংশিক ইউপিআই লেনদেন বিফল হচ্ছে। আমরা সমস্যা সমাধানের জন্য কাজ করছি এবং এই বিষয়ে আপডেট দেওয়া হবে। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।