ডুরান্ডের ট্রফি উন্মোচন, সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে বেস জাম্প

ডুরান্ড কাপে ১৩২তম সংস্করণ হতে চলেছে এ বার। টুর্নামেন্টের বেশির ভাগ ম্যাচই হবে কলকাতায়। ফাইনাল যুবভারতী ক্রীড়াঙ্গনে। অন্যান্য শহর ঘুরে ডুরান্ডের ট্রফি এ বার কলকাতায়। এ দিন ময়দানে ডুরান্ডের ট্রফি উন্মোচন হল। বিশেষ আকর্ষণ ছিল বেস জাম্পিং। দুই প্রাক্তন সেনা কর্মী শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং ৬২ তলা থেকে বেস জাম্পিং করেন। প্যারাশুটে করে ল্যান্ড করেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ৩ অগস্ট থেকে শুরু ডুরান্ড কাপ। দেশের ১৪টি শহর ঘুরে ডুরান্ড কাপের ট্রফি এসেছে কলকাতায়। এ বারে ডুরান্ড হবে গুয়াহাটি, কোকরাঝাড় এবং কলকাতায়। ট্রফি স্বাগত জানাতে নানারকম ব্যবস্থা ছিল। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ডুরান্ডের ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ভারতীয় সেনার আধিকারিকরা। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অবশ্যই বেস জাম্প। অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবের এবং লেফট্যানান্ট কর্নেল সত্যেন্দ্র ভার্মা কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে বেস জাম্প করেন। প্যারাশুটে ট্রফি উন্মোচনের ভেনু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ল্যান্ড করেন তাঁরা। অগস্টের প্রথম সপ্তাহের অপেক্ষা এখন। তবে সবচেয়ে বেশি অপেক্ষা কলকাতা ডার্বির। ডুরান্ড কাপেই হতে চলেছে মরসুমের প্রথম বড় ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =