এশিয়া কাপ ফাইনালে নজিরবিহীন কাণ্ড ! চ্যাম্পিয়ন ভারত শেষ পর্যন্ত ট্রফিহীন

এশিয়া কাপ ফাইনালের মাঠে নাটক ছিল টানটান। কিন্তু খেলা শেষে যে দৃশ্য তৈরি হল, তা ক্রিকেট ইতিহাসেই বিরল। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত যখন চ্যাম্পিয়ন হল, তখনও তাদের হাতে উঠল না বিজয়ী ট্রফি। এই ঘটনা দেখে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বিস্মিত হয়ে বললেন, “চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হল না। আমার এতদিনের ক্রিকেট কেরিয়ারে কোনওদিন দেখিনি।” তবে তিনি সংযোজন করলেন, তাঁর কাছে ড্রেসিংরুমেই আসল ট্রফি আছে—সেই ১৫ জন খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফই তাঁর প্রকৃত ট্রফি।

খেলার পর পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং এসিসি প্রেসিডেন্ট নকভি। ভারতীয় বোর্ড আগেই ঘোষণা করেছিল, নকভির হাত থেকে কোনওভাবেই ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। তবু নকভি মঞ্চে দাঁড়িয়ে ছিলেন পুরস্কার দেওয়ার জন্য। ভারতীয়রা সেই পরিস্থিতিকে অগ্রাহ্য করে ট্রফি গ্রহণেই যাননি। ফলে এক অভূতপূর্ব ঘটনার জন্ম হল—চ্যাম্পিয়ন দল ট্রফি পেল না।

খেলা শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী পর্ব। পাকিস্তানি দলের কয়েকজন সদস্য তখনও ড্রেসিংরুম বন্ধ করে বসে ছিলেন। অন্যদিকে ভারতীয় দলের খেলোয়াড়রা শুধুমাত্র ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করলেন। তিলক ভার্মা ম্যাচ সেরা, অভিষেক শর্মা টুর্নামেন্ট সেরা এবং কুলদীপ যাদব সেরা গেমচেঞ্জারের পুরস্কার পেলেন। কিন্তু মঞ্চে তাঁরা কেউই নকভির সঙ্গে আলাপ করেননি। অভিষেকের পুরস্কার গ্রহণের পরেই অনুষ্ঠান শেষ করে দেন সঞ্চালক সাইমন, যিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে, চ্যাম্পিয়ন দল তাদের পুরস্কার গ্রহণ করতে আসবে না।

সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নকভির বদলে অন্য কোনও এসিসি কর্তার হাতে ট্রফি দেওয়ার ব্যবস্থা করা হয়নি। নকভিই ট্রফি ও মেডেল নিয়ে অনুষ্ঠান শেষ হওয়ার পর হোটেলে ফিরে যান। এ নিয়েই বিসিসিআই চরম ক্ষুব্ধ। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া অভিযোগ করেছেন, নকভি ট্রফি “চুরি” করেছেন। তাঁর কথায়, “আমরা আগেই ঠিক করেছিলাম, নকভির হাত থেকে ট্রফি নেব না। কিন্তু তার মানে এই নয় যে তিনি ট্রফি নিয়ে পালিয়ে যাবেন। আশা করি দ্রুত ট্রফি আর মেডেল ভারতে ফেরত দেওয়া হবে।”

সূত্রের খবর, বিসিসিআই এবারের ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে। শুধু তাই নয়, নভেম্বরে অনুষ্ঠিতব্য আইসিসি কনফারেন্সে নকভির আচরণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলতে চায় ভারতীয় বোর্ড।

এই প্রথমবার কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হাতে ট্রফি না নিয়েই উদযাপন করল। সূর্যকুমার যাদব ও তাঁর সহযোদ্ধারা ট্রফি ছাড়াই যেমন উদযাপন করলেন, সেটি স্মরণ করিয়ে দিল ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয়—যেখানে রোহিত শর্মা ট্রফি হাতে না পেয়েই সতীর্থদের সঙ্গে মাঠে নাচ করেছিলেন।

অতএব, এশিয়া কাপের ফাইনাল শুধু মাঠের খেলা দিয়েই নয়, বরং খেলা-পরবর্তী নাটক দিয়েও চিরস্মরণীয় হয়ে রইল। একদিকে ভারতীয়দের অস্বীকৃতি, অন্যদিকে এসিসি প্রেসিডেন্ট নকভির ভূমিকা—সব মিলিয়ে ক্রিকেট জগতে তৈরি হল এক নজিরবিহীন অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 15 =