নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: গতকালই কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করেছে, সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ২০০ টাকা এবং উজালা গ্যাসের দাম ৪০০ টাকা কমেছে। এই খবর ছড়িয়ে পড়তে অনেকটাই খুশির হাওয়া সাধারণ মানুষের মধ্যে। আজ, বুধবার বাঁকুড়া দু’ নম্বর ব্লকের বদড়া গ্রামে রীতিমতো চড়াম চড়াম ঢাক বাজিয়ে গ্যাসের দাম কমানোর প্রচার করতে দেখা গেল খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে। এদিন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকারকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে ঢাক পিটিয়ে গ্যাসের দাম যে কমেছে সেটা বলতে দেখা যায়। শুধু তাই নয়, এখনও অবধি যাঁরা গ্যাসের কানেকশন পাননি, তাঁদের অভিযোগ শুনে সংশ্লিষ্ট লোককে এই লাইন যাতে দেওয়া হয় তারও নির্দেশ দেন।