মেদিনীপুর সংশোধনাগারে কেন্দ্রীয় মন্ত্রীকে জাতীয় পতাকা তুলতে বাধা

চিত্ত মাহাতো

আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচি ধাক্কা খেল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। শনিবার সকালে জাতীয় পতাকা তুলতে দেওয়া হল না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত দেশের কয়েকটি সংশোধনাগার সহ মোট ৭৫টি বিশেষ স্থানে জাতীয় পতাকা উত্তোলন সহ বেশ কিছু কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে উল্লেখযোগ্য হল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার। শনিবার সকালে এই সংশোধনাগারে জাতীয় পতাকা তুলতে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তাকে অভ্যর্থনা জানিয়ে গার্ড অফ অনার দেওয়া হলেও পতাকা উত্তোলন করতে দেননি জেল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, অনুমতি নেই, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। পতাকা উত্তোলন করতে না পেরে ক্ষোভ উগরে বেরিয়ে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বাইরে বেরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিকদের জানান, কেন্দ্রের শিক্ষা দপ্তর থেকে দুটি চিঠি দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে জানানো হয়েছিল, মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে শনিবার তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন। কিন্তু তারপরেও মেদিনীপুর সংশোধনাগার কর্তৃপক্ষকে তা জানানো হয়নি।
রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ১৩ থেকে ১৫ অগস্ট দেশের উল্লেখযোগ্য ৭৫ টি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করবে দেশের মন্ত্রীরা। সেইমতো স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিজড়িত মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে শনিবার সকালে সেই কর্মসূচি পালনে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। আগে থেকে বিষয়টি জানতে পেরে জেল কর্তৃপক্ষ সুভাষ সরকারকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানান। তারপরেই জেল কর্তৃপক্ষ মন্ত্রীকে জানান, পতাকা উত্তোলন করতে দেওয়ার অনুমতি নেই। এ বিষয়ে জেল সুপার সুদীপ বসুর সঙ্গে মিনিট পাঁচেক কথাও হয় মন্ত্রীর। তারপরেও পতাকা উত্তোলন করতে না পেরে ক্ষোভ উগরে কেন্দ্রীয় মন্ত্রী বেরিয়ে যান। সাংবাদিকদের তিনি বলেন, দেশজুড়ে এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের আধিকারিকদের জানানো হয়েছে। তার প্রতিলিপি আমার কাছে রয়েছে। তা সত্ত্বেও নিছক রাজনৈতিক উদ্দেশ্যে পতাকা উত্তোলন করতে দেওয়া হল না। বিষয়টি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + nine =