নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: দল থেকে ‘বহিষ্কৃত’দের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকার। মঙ্গলবার তিনি বাঁকুড়া শহরের নতুনগঞ্জে দলের জেলা দপ্তরে গেলে তাঁদের দরজা বন্ধ করে রাখা হয়। এমনকি সুভাষ সরকার গো ব্যাক স্লোগানের পাশাপাশি পরে দলের জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল ভিতরে ঢুকতে গেলে মারধর করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনার পিছনে দলে সদ্য বহিষ্কৃত নগর যুব মোর্চা সভাপতি মোহিত শর্মা, বাঁকুড়া বিধানসভা কনভেনর কৌশিক সিং ও রাজ্য যুব মোর্চা সদস্য রিকু শর্মা ও তাঁদের অনুগামীরা আছেন বলেও অভিযোগ।
বিক্ষোভকারীরা দলে একনায়কতন্ত্র, ভোটে সেটিং করে হারানোর তত্ব হাজির করে বলেন এটা ছিল প্রতীকী প্রতিবাদ। তৃণমূলের সঙ্গে যোগসাজশ করে বহিষ্কৃতরা এই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের। এঁরা দলের ক্ষতি করতে চাইছেন বলেও তিনি দাবি করেন। এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজির বাঁকুড়া সদর থানার পুলিশ।