হাওড়া থানার অন্তর্গত লিচুবাগান এলাকার পুলিশ ব্যারাক থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, যে ব্যক্তির দেহ এদিন উদ্ধার করা হয় তিনি একজন পুলিশ কর্মী। একইসঙ্গে এও জানানো হয়েছে, মৃত ওই ব্যক্তির নাম সুদীপ্ত রায়। বছর ২৪-এর সুদীপ্তর বাড়ি নদিয়ে জেলার ধানতলা এলাকায়। সঙ্গে এও জানানো হয়েছে, হাওড়া সিটি পুলিশের ৯ নম্বর ব্যাটালিয়নের কর্মী ছিলেন তিনি।
ঠিক কি কারণে সুদীপ্তর এমন অস্বাভাবিক মৃত্যু তা নিয়ে ধোঁয়াশায় হাওড়া সিটি পুলিশের কর্মী থেকে আধিকারিকেরাও। স্পষ্টভাবে কিছু জানা সম্ভব না হলেও প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের জেরেই সুদীপ্ত আত্মহননের পথ বেছে নিয়েছেন বলেই মনে করছে তার সহকর্মীরা। এদিকে সুদীপ্তর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই রিপোর্ট থেকে বিস্তারিত জানা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ।
এদিকে দেহ উদ্ধার হওয়ার পর তাঁর মৃত্যু সংবাদ জানানো হয় তার পরিবারের সদস্যদের। সূত্রে খবর, সুদীপ্তর বাড়িতে তার মা, বাবা এবং এক বোন রয়েছে। তদন্তের ক্ষেত্রে তার পরিবারের সদস্যদের থেকেও তথ্য সংগ্রহ করা হবে বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ময়নাতদন্ত সম্পূর্ণ হলে মৃত সুদীপ্তর দেহ তার পরিবারের সদস্যদের হাত তুলে দেওয়া হবে বলেই জানানো হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। এদিকে হঠাৎ করে এভাবে নিজেদের সহকর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাওড়া সিটি পুলিশ ব্যারাকে। সুদীপ্তর এভাবে চলে যাওয়াতে শোকের ছায়া নেমে আসে পুলিশ ব্যারাক ও তার পরিবারে।