বিরাটের অধিনায়কত্বে পঞ্জাবকে হারিয়ে জয়ের সরণিতে ফিরল আরসিবি

টসের সময় বড় টুইস্ট। ফাফ ডুপ্লেসির পরিবর্তে টস করতে এলেন বিরাট কোহলি! সকলে অবাক। দেশের হয়ে এবং আইপিএলে আরসিবির হয়ে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে জাতীয় দলকে নেতৃত্ব দিতে চাননি। কিন্তু আইপিএল দলের স্বার্থে রাজি হলেন। চোট থাকায় ফিল্ডিং করলেন না ডুপ্লেসি। তাই পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেতৃত্ব দিলেন বিরাট। আইপিএলে ৫৫৬ দিন পর বিরাটের নেতৃত্বে ফেরার দিন জিতল আরসিবি। পঞ্জাব কিংসকে তাদেরই ঘরের মাঠে ২৪ রানে হারিয়ে জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অধিনায়কোচিত ইনিংস বিরাটে ব্যাটে। অনবদ্য ডুপ্লেসি। মোট রান ১৭৪। রান তাড়া করতে নামা পঞ্জাবকে ১৫০ রানে গুটিয়ে দেন মহম্মদ সিরাজ, ওয়ানিন্দু হাসারাঙ্গারা। ৪ উইকেট নিয়ে আরসিবির সবচেয়ে সফল বোলার সিরাজ। বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসি জুটি এদিনও অনবদ্য। টস হেরে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে আরসিবি। তার মধ্যে বিরাট-ফাফ জুটিতে উঠল ১৩৭ রান। ১৫ ওভার পর্যন্ত আরসিবির ওপেনিং জুটি তটস্থ করে রেখেছিল পঞ্জাবকে। ১৭তম ওভারে ব্যক্তিগত ৫৯ রানে বিরাটের উইকেট তুলে নেন হরপ্রীত ব্রার। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়। রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকে একের পর এক উইকেট খুইয়েছে পঞ্জাব। পাওয়ার প্লে ওভারে চারটি উইকেট হারিয়ে ফেলে পঞ্জাব। শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে ম্যাথু শর্ট, লিয়াম লিভিংস্টোনের মতো তারকা ভরসা দিতে পারেননি। অধিনায়ক স্যাম কারান ১২ বলে ১০ রান করে রান আউট হয়ে ফেরেন। ব্যাটিং বিপর্যয়ের দিন পঞ্জাবকে ভরসা দিচ্ছিলেন প্রভসিমরন সিং। ১১.৩ ওভারে পঞ্জাব ওপেনারকে ফিরিয়ে আরও চাপে ফেলে দেন ওয়েন পার্নেল। ৪টি ছয় ও ৩টি চারের সাহায্যে ৩০ বলে ৪৬ রান প্রভসিমরনের। সাত নম্বরে ব্যাট করতে নামা জীতেশ শর্মা চালিয়ে খেলছিলেন। হরপ্রীত ব্রারকে সঙ্গে নিয়ে পঞ্জাবের ইনিংস এগোতে থাকেন জীতেশ। ১৬.৬ ওভারে জীতেশকে ফেরানোর সুবর্ণ সুযোগ ছিল আরসিবির কাছে। হর্ষল প্যাটেলের বল আকাশে তুলে দেন জীতেশ। ক্যাচ ফসকান বিরাট। তাতে আরসিবির জয় আটকাল না। ১৮.২ ওভারে সেই জীতেশকে (২৭ বলে ৪১ রান) ফিরিয়ে আরসিবিকে জিতিয়ে দেন হর্ষল প্যাটেল। ম্যাচে একমাত্র উইকেট হর্ষলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + two =