প্রকাশিত হল ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি। আগামী বছর শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ২০২২ সালে পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল যশ ধুলের নেতৃত্বাধীন ভারত। আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফর্ম্যাটে খানিক পরিবর্তন হয়েছে। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেবে ১৬টি দল। এই টুর্নামেন্ট শুরু হবে ১৩ জানুয়ারি। যা চলবে ৪ ফেব্রুয়ারি অবধি। এই নিয়ে তৃতীয় বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে চলেছে শ্রীলঙ্কা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম সংস্করণে অংশ নিতে চলা দলগুলিকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে চারটি করে দল থাকবে। শেষ অবধি প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি দল সুপার সিক্স পর্বে যাবে। ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, নামিবিয়া এবং আয়োজক শ্রীলঙ্কা রয়েছে। ‘ডি’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। ১৩-২১ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের চতুর্থ স্থানাধিকারী দল তাদের টুর্নামেন্ট শেষ করার আগে আরও একটি চতুর্থ স্থানাধিকারী দলের বিরুদ্ধে একটি ম্যাচে খেলবে। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর ১২টি দল সুপার সিক্স পর্বে যাবে। এই ফর্ম্যাটে ছয়টি দলে’র দুটি গ্রুপ তৈরি করা হবে। গ্রুপ ‘এ’ এবং ‘ডি’ থেকে সেরা তিনটি দল একটি গ্রুপে থাকবে। গ্রুপ ‘বি’ ও ‘সি’ থেকে সেরা তিনটি দল দিয়ে আরও একটি গ্রুপ গঠিত হবে। সুপার সিক্স পর্বের প্রতিটি দল দু’টি করে ম্যাচ খেলবে। প্রাথমিক গ্রুপ পর্বে তারা নিজেদের অবস্থানের ওপর ভিত্তি করে অপর গ্রুপের দলগুলোর মুখোমুখি হবে। যেমন – ‘এ’ গ্রুপে শীর্ষ দল খেলবে ‘ডি’ গ্রুপে দ্বিতীয় এবং তৃতীয় দলের বিরুদ্ধে। এরপর সুপার সিক্স গ্রুপের শীর্ষ দু’টি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এরপর নকআউট পর্বের জয়ী দল ৪ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনালে খেলবে। উল্লেখ্য, ১৩ জানুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলবে আয়োজক শ্রীলঙ্কা। প্রথম দিন রয়েছে তিনটি ম্যাচ। টুর্নামেন্টের দ্বিতীয় দিন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবে।