নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: আগামী শুক্রবার কলকাতার ধর্মতলায় তৃণমূলের ‘শহিদ সমাবেশ’। কিন্তু শাসকদলের ‘দাদাগিরি’র সৌজন্যে বাঁকুড়া-সোনামুখী রুটে বাস পরিষেবা ব্যাহত বলে অভিযোগ।
বাস শ্রমিকদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন সোনামুখীর দিকে ২৮টি বাস যাতায়াত করে। গত সোমবার থেকে সেই সংখ্যা ‘শূন্য’তে গিয়ে দাঁড়িয়েছে। কারণ হিসেবে তাঁরা দাবি করছেন, ওই রুটে কোনও বাস গেলেই ২১ জুলাইয়ের সমাবেশে যেতে হবে এই দাবিতে জোর করে বাস আটকে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। ইতিমধ্যে ওই এলাকার ফকিরডাঙা-কাঁটাদিঘিতে ১০টি বাস আটকে রাখা হয়েছে।
আর তৃণমূলের সৌজন্যে ‘অঘোষিত’ এই পরিবহন ধর্মঘটে সমস্যায় পড়ছেন বাস শ্রমিক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই। বাস শ্রমিক রঞ্জিত বেজ বলেন, ‘২১ জুলাইয়ের জন্য বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে এই এলাকার তৃণমূলের নেতৃত্ব বাস ‘বুকিং’ করেছেন, কিন্তু সোনামুখীতে সেই তৃণমূলের লোকেরাই সেই বাস আটকে দিচ্ছেন। ফলে সমস্যায় পড়ছি আমরা।’ এই ক’দিন বাস চলাচল বন্ধ, ফলে তাঁদের বেতনও বন্ধ বলে তিনি জানান।