ইজিয়ুম শহরের রুশ সেনা ঘাঁটি দখল করল ইউক্রেন

ইউক্রেনীয় সেনাদের দাপটে উত্তর-পশ্চিম ইউক্রেনের খারকিভ প্রদেশে ইজিয়ুম শহরের মতো গুরুত্বপূর্ণ ‘ঘাঁটি’র দখল হারাল রাশিয়া। মার্চে কিভ থেকে পিছু হঠার পর এটিই রাশিয়ার কাছে সবচেয়ে বড় ধাক্কা বলে দাবি সংবাদমাধ্যমের।

প্রবল প্রতি আক্রমণে পিছু হঠছে রাশিয়ার সেনাবাহিনী। এই পরিস্থিতিতে ইজিউম বেখল হয়ে যাওয়ায় তাদের অস্বস্তিই যে কেবল বাড়ল তাই নয়। ওয়াকিবহাল মহলের ধারণা, এই হারের বড় মূল্য চোকাতে হবে রাশিয়াকে। ইতিমধ্যেই ওই শহর ছেড়ে তারা পালিয়ে যাওয়ায় তাদের মজুত করা রসদের দখল নিচ্ছে জেলেনস্কির সেনা।

দেখতে দেখতে ইউক্রেনের (Ukraine) বুকে রুশ সেনাবাহিনীর হামলার (Russia) ছ’মাস পেরিয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে ধারণা তৈরি হয়েছিল মস্কোর কিয়েভ দখল কেবল সময়ের অপেক্ষা। কিন্তু যত সময় এগিয়েছে ততই যেন পুতিনের রাস্তা প্রতিকূল হয়েছে। এরই মধ্যে খারকভ পুনরুদ্ধারে মরণপণ লড়াই শুরু করেছে ইউক্রেনীয় ফৌজ। আর দখল করে নিয়েছে সেখানকার ইজিউম শহরটি। ওই শহরটিই ছিল রুশ সেনাবাহিনীর রসদ মজুত করার অন্যতম প্রধান ঘাঁটি। নিঃসন্দেহে এই হারকে এই যুদ্ধের অন্যতম টার্নিং পয়েন্ট বলেই মনে করছে।

উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকভে তুমুল লড়াই চলছে ইউক্রেন ও রাশিয়ার সেনার মধ্যে। গত কয়েকদিন ধরেই ইউক্রেনের বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএফপি জানিয়েছিল, খারকভ পুনরুদ্ধারের যুদ্ধে ‘বড় ধরনের’ সাফল্য অর্জন করেছে ইউক্রেনের সেনাবাহিনী। অঞ্চলটির প্রায় ৩০টি জনবহুল এলাকা পুনরুদ্ধার করেছে কিয়েভের বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + fourteen =