কলকাতা: নারায়ণপুরে অভিজাত আবাসন থেকে উদ্ধার হল গৃহবধূর ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ, খুন না আত্মহত্যা তা নিয়ে শুরু হয় জল্পনাও। ঘটনার তদন্তে নামে নারায়ণপুর থানার পুলিশ। পুলিশসূত্রে খবর, শনিবার রাতে নারায়ণপুর থানার অন্তর্গত বেড়াবেড়ি সিকির বাগান এলাকার অভিজাত আবাসন থেকে বছর ২৬ -এর অপর্ণা ঘোষ নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই আবাসনের চার নম্বর ব্লকের ২বি-তে ওই গৃহবধূ আর তাঁর স্বামীই থাকতেন।বছর চারেক আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এরপর আচমকাই এই ঘটনা। তদন্তে নেমে ইতিমধ্যেই মৃতের স্বামী প্রসূন মজুমদারকে আটক করে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদের পালাও। কী কারণে মৃত্যু সেটাই এখন তদন্ত করে দেখছে নারায়ণপুর থানার তদন্তকারী অফিসাররা।
তদন্তে নেমে নারায়ণপুর থানার পুলিশ আধিকারিকদের প্রথম প্রশ্ন, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির জেরে এমন ঘটনা কি না। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই আবাসন সহ এলাকার অন্যান্য বাসিন্দাদেরও। আবাসনের নিরাপত্তারক্ষী জানান, ছয় মাস আগে আবাসনে আসেন ওই দম্পতি। এদিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় অপর্ণাদেবীর দেহ। স্থানীয় সূত্রে খবর, যে সময় প্রসূনকে গাড়িতে তুলছে পুলিশ তখন তাঁকে তাঁর স্ত্রীর মৃত্যুর কারণের বিষয়ে জানতে চাওয়া হলেও কোনও কথা বলতে চাননি তিনি। এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন স্থানীয়রাও।