সীমান্ত অপরাধে ইউএপিএ চায় কেন্দ্র মতামত চেয়ে চিঠি রাজ্যকে

সন্ত্রাসবাদ বিরোধী আইনের অপব্যবহার নিয়ে যখন মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা তখন এই আইনের আরও প্রসারের পথে হাঁটছে কেন্দ্র। এবার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সংঘটিত অপরাধের সংখ্যা কমাতে কেন্দ্রীয় সরকার পাচার সহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ আইন প্রয়োগ করতে চায়। তবে রাজ্য গুলির সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন রাজ্যকে চিঠি পাঠিয়ে এব্যাপারে তাদের মতামত চেয়েছে।এরাজ্যের মুখ্য সচিবকেও এই মর্মে চিঠি দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আগামী ৫ নভেম্বর রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের পৌরহিত্যএ পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক বসছে। সেখানেও এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের সীমান্ত এলাকায় নারী, গবাদি পশু, ড্রাগ, জাল নোট পাচার চক্র ক্রমশ সক্রিয় হয়ে উঠছে।এই সব অপরাধীদের দমন করতে ইউএপিএর মত কঠোর আইন ব্যবহার করতে চায় মোদি সরকার। কিন্তু অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ার্ভুক্ত বিষয়। তাই এই সংক্রান্ত ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজ্যের মতামত নেওয়া জরুরি। সেই কারণেই এই চিঠি। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভুটানের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।কাজেই এব্যাপারে এরাজ্যের সরকারের মতামতের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কিন্তু বিজেপি সরকারের বিরুদ্ধে বারবার এই আইনের অপব্যবহারের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত ভাবে ইউ এ পি এ আইনের বিরোধী। এই আইন প্রত্যাহারের পক্ষেও তিনি একাধিকবার সওয়াল করেছেন।সীমান্তে বিএসএফের এক্তিয়ার বাড়ানোর সিদ্ধান্তের ও বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্ত এলাকায় অপরাধীদের বিরুদ্ধে ইউএপিএ প্রয়োগের ক্ষেত্রেও এই আইনের অপপ্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না প্রশাসনিক মহল।সুতরাং এব্যাপারে মুখ্যমন্ত্রী কি অবস্থান নেন সেটাই এখন দেখার।নভেম্বরেই পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নবান্নের সভাঘর হবে সেই বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে হওয়া সেই বৈঠকে থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়-সহ পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীর।সেখানে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 5 =