রানাঘাট : মধ্যরাতে নদীয়া জেলার রানাঘাটে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে রানাঘাটের মাসুন্দা এলাকায়। স্থানীয় সূত্রে দাবি, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার ধারে একটি লাইট পোস্টে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় দুই যুবক সারা রাত রাস্তায় পড়ে ছিল। পরে রবিবার ভোরে বিষয়টি স্থানীয় মানুষের নজরে এলে তাঁরা খবর দেন পরিবার পরিজনদের। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই দুই যুবককে উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিস সূত্রে খবর, মৃতদের নাম নক্ষত্র বিশ্বাস (১৯) এবং প্রসেনজিৎ ঘোষ (৩২)। তাঁরা নওপাড়া মাসুন্দা গ্রাম পঞ্চায়েতের সাহেবডাঙা গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মেলা দেখতে যাওয়ার জন্য দু’জনে রাতে বাড়ি থেকে বেরিয়ে ছিল। নক্ষত্র নিজের বাবার বাইক নিয়েই মেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়।
এরপর আর দু’জনে সারারাত ফেরেনি। সকালবেলা এলাকাবাসীর কাছে দুর্ঘটনার খবর পান পরিবারের লোকজন। পরিবার সূত্রে জানা গিয়েছে, নক্ষত্র কলেজ পড়ুয়া। বাড়িতে বাবা-মা এবং বোন রয়েছে। প্রসেনজিত পেশায় রাজমিস্ত্রি। তাঁরও বাড়িতে রয়েছেন বাবা-মা।

