আড়িয়াদহের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিপাকে দুই যুবক

আড়িয়াদহে মহিলা-র ওপর অত্যাচারের ছবি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন পৃথ্বীরাজ মুখোপাধ্যায় ও শুভম মণ্ডল নামে দুই যুবক। এই ঘটনার জেরে বেলঘরিয়া থানায় পৃথ্বীরাজ মুখোপাধ্যায় ও শুভম মণ্ডলকে ডেকে পাঠায় পুলিশ। গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই দুই যুবক। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা। শুনানি শুরুর আগেই মামলা দায়ের করার সময়েই বিচারপতি বলেন, ‘এই ধরনের ভিডিয়ো শেয়ার করেন কেন? এভাবেই তো হিংসা ছড়ায়।’
গত কয়েক দিন ধরে বঙ্গ রাজনীতিতে যে বিষয়টি সবচেয়ে শোরগোল ফেলেছে, তা হল আড়িয়াদহ কাণ্ড। এক বাড়ির সামনেই এক কলেজ ছাত্রকে পেটানোর অভিযোগ ছিল পাড়ার ‘দাদাদের’ বিরুদ্ধে। তা নিয়ে ঘটনার সূত্রপাত। ছেলেকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন মা। অভিযোগ, এরপর মা ছেলেকেই বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। প্রৌঢ়ার দাঁতও ভেঙে যায় বলে অভিযোগ। গোটা ঘটনা সিসিটিভি বন্দি। মারধরের সেই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। ঘটনার নেপথ্যে উঠে আসে জয়ন্ত সিং-এর কথা। তারপর প্রকাশ্যে আসতে থাকে একের পর এক ভিডিয়ো। যা নিয়ে শোরগোল পড়ে যায়। তাঁর রাজনৈতিক পরিচয় নিয়েও বিধায়ক-সাংসদ মধ্যেও কাজিয়া হয়। জয়ন্ত সিংয়ের গ্রেফতারিতে দেরি, তাঁর আত্মসমর্পণেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু এখন অবশ্য জয়ন্ত সিং ইস্যুতে অতি তৎপর পুলিশ। ভিডিয়ো দেখে, তাঁর শাকরেদদের শনাক্ত করে গ্রেফতারি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =