নন্দীগ্রাম : পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল দুই শ্রমিকের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম থানার অন্তর্গর ভেকুটিয়া গ্রামে। মৃতদের নাম – মানস গিরি এবং মৃত্যুঞ্জয় জানা। এ ছাড়া ওই বাড়ির মালিক কানাই জানাও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে খবর, কানাইয়ের বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করানোর জন্য দুই শ্রমিক গিয়েছিলেন রবিবার। সাফাইয়ের কাজে হাত লাগিয়েছিলেন বাড়িমালিক নিজেও। কিন্তু ট্যাঙ্কের ভিতরে কাজ করার সময় হঠাৎ বিষাক্ত ঝাঁঝালো গ্যাসে তাঁরা সংজ্ঞা হারান।
পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মানস এবং মৃত্যুঞ্জয় নামে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। কানাই হাসপাতালে চিকিৎসাধীন।

