হাইকোর্টের গেটের সামনে আত্মহত্যার চেষ্টা দুই মহিলার

কলকাতা : সকালে কলকাতা হাইকোর্টের গেটের সামনে চাঞ্চল্যকর ঘটনা। গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা দুই মহিলার। সময়মতো তৎপরতা দেখিয়ে তাঁদের মৃত্যুমুখ থেকে রক্ষা করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য ওই দুই মহিলা। ২০১৭ সালে গড়ে ওঠা এই সমবায়ে চলতি বছর অর্থাৎ ২০২৫-এ নির্বাচন হয়। অভিযোগ, ওই নির্বাচনে ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়ে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন করে ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিলেও সমবায় কর্তৃপক্ষ সেই নির্দেশ মানেনি।

আরও অভিযোগ, বহু বছর ধরে মোটা সুদের লোভ দেখিয়ে ওই সমবায় সংস্থা থেকে টাকা সংগ্রহ করেছে। কিন্তু সময়মতো সেই টাকা ফেরত দেয়নি। একাধিকবার দাবি জানিয়েও কাজ না হওয়ায় ক্ষুব্ধ দুই দুই মহিলা মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টের গেটের সামনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনাস্থলে থাকা পুলিশ দ্রুত তাঁদের আটকায় এবং প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। পরে তাঁদের হেয়ার স্ট্রিট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =