সাগরদিঘি : দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে গেল একটিতে। বৃহস্পতিবার সকালে সাগরদিঘির ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে অন্য ট্রাকেও। ঘটনাস্থলে রয়েছে দমকল এবং পুলিশ।
জানা গেছে, ট্রাকের ভিতরেই আটকে অগ্নিদগ্ধ হয়ে মারা যান একটি ট্রাকের চালক। খালাসিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাগরদিঘির শেখদিঘির কাছে ১২ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

