মনোনয়ন জমা দিলেন দমদম ও বরানগরের দুই তৃণমূল প্রার্থী

বারাসাত: দমদম লোকসভা কেন্দ্রের লড়াই অসম লড়াই। এখানে বিরোধীদের কোনও জায়গা নেই। তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা তিনবারের সাংসদ সৌগত রায়ের জয় শুধু সময়ের অপেক্ষা। দমদমের তৃণমূল প্রার্থীর সঙ্গে মনোনয়ন জমা দিতে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন সকালে দক্ষিণেশ্বর মন্দিরে একসঙ্গে পুজো দেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় ও বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। সায়ন্তিকা ব্যারাকপুর মহকুমাশাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দেন। অন্যদিকে বারাসাতে জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন সৌগত রায়।

এই বর্ষীয়ান নেতার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, অদিতি মুন্সি-সহ অন্যান্যরা। আগামী ১ জুন দমদম লোকসভা কেন্দ্রের সপ্তম দফায় নির্বাচন। তার আগে মনোনয়নপত্র জমা দিলেন দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। বারাসাতের কাছারি ময়দানের সামনে থেকে বাইক র‌্যালির মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। তিনি বলেন, আমি চাই শান্তিতে মানুষ ভোট দিক। মানুষ যাকে সমর্থন করবে তারই জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে মনোনীত করছে, আমি আমার সর্বশক্তি দিয়ে মানুষের মধ্যে গিয়ে লাগাতার প্রচার করছি। সায়ন্তিকা ব্যানার্জি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তিকে এগিয়ে আনার চেষ্টা করছেন। বরানগর বিধানসভার ইতিহাসে এবার প্রথম মহিলা বিধায়ক পেতে চলেছে বরানগরের মানুষ। বিরোধীদের জবার দিতে গিয়ে তিনি বলেন, আমি বহিরাগত কিনা তার উত্তর দেবেন বরানগরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 3 =