শিয়ালদায় দুই ট্রেনের ধাক্কা, ব্যাহত ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে যাত্রীরা

কলকাতা: শিয়ালদায় লাইন চেঞ্জ করার সময় বিপত্তি। ধাক্কা লাগল দু’টি ট্রেনের।ক্ষতিগ্রস্ত হয় লোকো পাইলটের কেবিন। পুরো দুমড়ে-মুচড়ে যায়। বেঁকে সরে যায় ট্রেনের চাকা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন রানাঘাট লোকালের যাত্রীরা। তড়িঘড়ি যাত্রীদের নামানোর ব্যবস্থা করা হয়।

এদিকে ট্রেন দুর্ঘটনার জেরে বিপর্যস্ত পড়ল শিয়ালদার বেশ কয়েকটি শাখার রেল পরিষেবা। দুর্ঘটনার জেরে ১৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়। এ ছাড়া বাকি প্রায় সব ট্রেনই চলছে দেরিতে। দুর্ভোগে পড়া যাত্রীরা শেষে গন্তব্যে পৌঁছতে ট্রেন থেকে লাইন ধরেই হাঁটতে শুরু করেছেন। ট্রেন বাতিল এবং দেরিতে চলার জন্য ভোগান্তির শিকারও হচ্ছেন হাজার হাজার নিত্যযাত্রী।

রেল সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দু’টির ক্ষতি হওয়ায় সেগুলি সরানো যায়নি লাইন থেকে। তাই স্বাভাবিক ভাবেই শিয়ালদা ঢুকতে বা শিয়ালদহ থেকে বেরতে পারছে না ট্রেন। ফলে দমদমেও একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ছাড়াও শিয়ালদা শাখার বহু স্টেশনে দাঁড়িয়ে পড়েছে ট্রেন। রেলের তরফে অবশ্য জানানো হয়েছে, লাইন মেরামতির কাজ চলছে। তা খুব শীঘ্রই শেষও হয়ে যাবে। তার পর রেলের পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বুধবার দুপুর ১২টা নাগাদ শিয়ালদা স্টেশনের কিছু আগে দু’টি ট্রেনে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে পাওয়া খবর, শিয়ালদহের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে তখন একটি খালি রেক কারশেডের দিকে যাচ্ছিল। ওই একই সময় আপ রানাঘাট লোকালও বেরোচ্ছিল ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে। ডিআরএম অফিস পেরিয়ে কিছুটা এগোতেই খালি রেকটি হঠাৎই রানাঘাট লোকালকে পাশ থেকে ধাক্কা দেয়। তবে সেই ধাক্কা বিশেষ জোরালো ছিল না বলেই দাবি করেছে রেল। তারা জানিয়েছে, বিশেষ কেউ আহত হননি। তবে ছবিতে দেখা গিয়েছে, কারশেডগামী ট্রেনটির চাকা খুলে গিয়েছে। রানাঘাটগামী ট্রেনটির কেবিনের দরজাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 16 =