মাওবাদী হামলায় প্রাণ হারালেন দুই জওয়ান

পালামৌ : মাওবাদীদের একটি নিষিদ্ধ গোষ্ঠী টিএসপিসি-র সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান। জখম আরও এক জন। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের পালামৌ জেলার পুলিশের তরফে এ খবর জানানো হয়েছে।

পালামৌয়ের ডিআইজি নৌশাদ আলম জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ মানাটু থানা এলাকার কেদাল অঞ্চলে টিএসপিসি-র সঙ্গে সংঘর্ষ বাধে নিরাপত্তা বাহিনীর। জখম জওয়ান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

পালামৌয়ের এসপি রেশমা রমেশান বলেন, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ নিষিদ্ধ নকশাল গোষ্ঠীর সাথে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান নিহত এবং একজন গুরুতর আহত হন। তল্লাশি অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 − 1 =