বুধবার সন্ধে থেকে বৃহস্পতি সন্ধে এই ২৪ ঘণ্টায় মৃত্যু হল আরও দুই শিশুর। বুধবার রাতে ক্যালকাটা মেডিক্যাল কলেজ এবং বৃহস্পতিবার সকালে বিসি রায় শিশু হাসপাতালে দু’জন শিশু মারা যায়। তবে তাদের মৃত্যুর কারণ অ্যাডিনোভাইরাস সংক্রমণ কি না তা এখনও স্পষ্ট নয়। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কারণ জানতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে খবর, বুধবার রাত পৌনে ১০টা নাগাদ যে শিশুটির মৃত্যু হয়, তার বয়স ১ বছর দু’মাস। বাড়ি ফুলিয়ায়। কৃষ্ণনগর থেকে তাকে কলকাতার মেডিক্যাল কলেজে আনার পরামর্শ দেওয়া হয়েছিল। শিশুটির নিউমোনিয়া এবং শ্বাস কষ্টের উপসর্গ ছিল। অন্য দিকে, বিসি রায় হাসপাতালের শিশুটির বয়স ৯ মাস। তারও জ্বর সর্দিকাশি ছিল। রাজারহাটের বাসিন্দা এই শিশুটির মৃত্যুর কারণও অ্যাডিনোভাইরাস সংক্রমণ কিনা জানা যায়নি। অ্যাডিনোভাইরাসের কারণে রাজ্যে বিসি রায় হাসপাতাল, কলকাতা মেডিক্যাল-সহ বেশ কয়েকটি হাসপাতালে গত কয়েক সপ্তাহ ধরে একাধিক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে চিকিৎসকেরা জানাচ্ছেন, প্রত্যেকের শিশুরোগীর শরীরেই ছিল একই ধরনের উপসর্গ। জ্বর-কাশি-ঠাণ্ডা লাগা এবং তার সঙ্গে শ্বাস কষ্ট। তবে উপসর্গ কম বেশি এক হলেও সমস্ত শিশুরোগী অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত কি না তা নিয়ে ধোঁয়াশা থাকছেই।