কাশ্মীরে যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত দুই জঙ্গি

জঙ্গি উপত্যকায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার কূপওয়ারা জেলার মাছিল সেক্টরে সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ২ জঙ্গি।

এলাকায় জঙ্গি অনুপ্রবেশের ঘটনা বাড়ায় সতর্ক প্রশাসন। শ্রীনগরের চিনার কর্পসের লেফটেন্যান্ট অমরদীপ সিং আউলিয়া জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখায় বাহিনীর আরও সতর্ক থাকা প্রয়োজন। কেননা সীমান্তের ওপারে যারা রয়েছে তারা এখানকার জনজীবনকে ব্যাহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের (কাশ্মীর জোন) তরফে জানানো হয়েছে, দোবানর এলাকার যৌথ বাহিনীর অভিযানে নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে বলে পুলিশ সূত্রের খবর।

এদিকে দীর্ঘদিন ধরেই ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র পাচারের চেষ্টা করেছে পাক জঙ্গি গোষ্ঠীগুলি। তবে সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে, অস্ত্রের চেয়েও বেশি মাদক সরবরাহের পথে হাঁটছে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা। তাই আকাশপথেও সতর্ক নজরদারি চালাতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =