টিটব বিশ্বাস
যশোর রোডের পাশে থাকা শতাধীর প্রাচীন শিরিষ গাছের মোটা ডাল আচমকা ভেঙে মৃত্যু দু’জনের। প্রতিবাদে স্থানীয়দের রাস্তা অবরোধ। মৃতদের নাম রতন মণ্ডল (৪৭) ও স্নেনাংশু বিশ্বাস (৪২। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁদপাড়া বিডিও অফিসের পারে একটি মুরগির মাংসের দোকানে শিরিষ গাছের বড় ডাল ভেঙে পরে মৃত্যু হয় দুজনের। পাশাপাশি গুরুত্ব আহত বেশ কয়েক জন। তাদের বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সকালে প্রতিদিনের মতো দোকান খুলে ছিলেন রতন মণ্ডল। দুপুর বারোটা নাগাদ যশোর রোডের উপরে শিরিষ গাছের একটি বড় ডাল ভেঙে পরে ঘটে বিপত্তি। সেই সময় দোকানে তিনি থেকে চার জন ছিলেন। দোকান ঘর ভেঙে পরে গুরুতর আহত হয়েছেন দুজন। স্থানীয়রা প্রতিবাদে যশোর রোডের উপর চাঁদপাড়া বিডিও অফিসের সামনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করে। দীর্ঘ সময় ধরে যশোর রোড অর্থাৎ ৩৫ তম জাতীয় সড়ক দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এমনকী আন্তর্জাতিক সীমান্ত বন্ধ পেট্রাপোল সংলগ্ন হওয়ার মূল রাস্তা যশোর রোড হওয়ায় বেশ কিছু পণ্যবাহী এবং যাত্রী বোঝাই গাড়ি ও যানজটের মধ্যে পরে আটকে পড়ে। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর অবরোধকারিদের সঙ্গে কথা বলেন জেলা পরিষদের মেনটর তথা বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠ, গাইঘাটা পঞ্চায়েত সমিতি সভাপতি গোবিন্দ দাস, বিডিও এবং গাইঘাটা থানার ওসি বলাই ঘোষ। মৃত পরিবারের সদস্য ক্ষতিপূরণ ও গাছের বিপদজনক অংশের ডাল কাটার জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয় অবরোধকারিরা। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যান চলাচল দীর্ঘ সময়ের চেষ্টায় স্বাভাবিক করা হয়। তবে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকায়।