কলকাতা : মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা। সোমবার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি বাইক। বাইক আরোহী দু’জনেই গুরুতর আহত হয়েছেন। তাঁদের পৃথক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, খুবই দ্রুত গতিতে মা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিল বাইকটি। অ্যাপের মাধ্যমে ওই বাইক বুক করেছিলেন এক তরুণী। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টে যায়। গার্ডওয়ালে ধাক্কা খেয়ে তরুণীর মাথা থেকে হেলমেটটি ফ্লাইওভার থেকে নীচে পড়ে যায়।
বাইকের সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। আহত দুজনকে উদ্ধার করে পুলিশ এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় পরিবারকে। পরে একজনকে রুবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।