
কলকাতা লিগে টানা দুই ম্যাচে জয় পেল মহামেডান স্পোর্টিং ক্লাব। গত ম্যাচেই সাদার্ন সমিতিকে হারিয়ে জয়ের রাস্তায় ফিরেছিল কোচ মেহরাজুদ্দিন ওয়াডুর মহামেডান। বৃহস্পতিবার শ্রীভূমিকে ৩-১ গোলে হারিয়ে দিল মহামেডান। জুনিয়র ছেলেদের নিয়ে মহামেডান স্পোর্টিং ক্লাব তুলনামূলক শক্তিশালী দল শ্রীভূমিকে হারিয়ে তিন পয়েন্ট ছিনিয়ে নিল। টানা দুটি ম্যাচ জয়ের পর সুপার সিক্সের আশা দেখতে শুরু করেছে সাদা কালো ব্রিগেড।
এদিন ব্যারাকপুর স্টেডিয়ামে শ্রীভূমির বঙ্গ ফুটবল সমৃদ্ধ দলের বিরুদ্ধে শুরুতে কিছুটা হোঁচট খায় মহামেডান। ম্যাচের ১৮ মিনিটে শিবা মাণ্ডির গোলে এগিয়ে যায় মহামেডান। পরক্ষণেই শ্রীভূমির হয়ে গোল করে সমতায় ফেরান অরিত্র ঘোষ। প্রথমার্ধে দুই দলই বেশি কিছু সুযোগ পেলেও আর গোলের খাতা খুলতে পারেনি।
দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে লালথানকিমার গোলে ব্যবধান বাড়ায় মহামেডান। ম্যাচের একেবারে শেষ মূহুর্তে মহামেডানের অ্যাডিসন সিং গোল করে ৩-১ করেন। টানা দুই জয়ের পর অবনমনের আওতা থেকে কিছুটা স্বস্তি মহামেডানের। এছাড়াও লিগের অন্য ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতাকে ২-১ গোলে হারিয়েছে ভবানীপুর ক্লাব। সাদার্ন সমিতিকে ২-০ গোলে হারায় ইউনাইটেড স্পোর্টস ক্লাব।

