কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে বার্তা দুই ক্যাপ্টেনের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। দেশ জুড়েই শোকের আবহ। এমন পরিস্থিতি ম্যাচে কোনও বিনোদন নয়, শুধুই একটা ম্যাচ হবে, টসের আগে সঞ্চালক হর্ষ ভোগলে এমন মন্তব্যই করেন। আগেই ঠিক হয়েছিল, দু-দলের প্লেয়াররাই কালো আর্মব্যান্ড পরে নামবেন। টসে মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার পাশাপাশি সানরাইজার্সে অজি ক্যাপ্টেন প্যাট কামিন্সও কালো ব্যান্ড পরে এসেছেন। টসের পরই দুই ক্যাপ্টেনের বড় বার্তা।

হায়দরাবাদের মাঠে টস জিতলেন মুম্বই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। রান তাড়ার সিদ্ধান্ত। হার্দিক টস জিততেই বিশাল গর্জন গ্যালারিতে। মুম্বই ক্য়াপ্টেন বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি। একটা পরিষ্কার বার্তা দিতে চাই। যারা এমনটা করেছেন আমি বলব, কাপুরুষের মতো আচরণ।’ সঞ্চালক তথা ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেন, ‘আমরা সকলেই শোকের আবহে রয়েছি। আমরা খেলব, তবে এটা শুধুই একটা ম্যাচ হবে।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কাশ্মীরের এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করে শোকবার্তা দিয়েছেন। সানরাইজার্সের অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স বলেন, ‘হদয়বিদায়ক ঘটনা। আমি শুধু সানরাইজার্সে খেলি বলেই নয়, প্রত্যেক অস্ট্রেলিয়ানের তরফে নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। আমরা অজি প্লেয়াররা ভারতে প্রচুর সম্মান পাই। আমাদের কাছেও এই ঘটনা চূড়ান্ত অস্বস্তিকর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + fourteen =