ব্যারাকপুর: পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল দুই বালকের। সোমবার ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ২৯ নম্বর শ্যামনগর মিলনগড় এলাকায়। মৃতদের নাম বিনায়ক সিং ( ৭) ও পীযূষ ওরফে গোপাল ( ৬)। তারা দু’জনেই ২৯ নম্বর ওয়ার্ড লাগোয়া ভাটপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের আতপুর নতুন পল্লিতে থাকত। জানা গিয়েছে, বিনায়ক তাঁর দিদার কাছে থাকতো। দিদা সন্ধ্যা দেবীর আয়ার কাজ করতেন। আতপুর নতুন পল্লিতে রাজু দত্তের বাড়িতে ভাড়া থাকেন সন্ধ্যা। ওই পাড়াতেই ভাড়া থাকেন বিপ্লব কুণ্ডু। তিনি রাজমিস্ত্রির হেল্পারের কাজ করেন। পীযূষ তাঁরই সন্তান।
স্থানীয়রা বাসিন্দারা জানান, অতাধিক গরমের জন্য প্রতিদিনই অনেক বাচ্চা মিলনগড়ের পুকুরে স্নান করতে আসে। এদিন সকালে অনেক বাচ্চা পুকুরে স্নান করতে নেমেছিল। এগারোটা নাগাদ পীযূষ ও বিনায়ককে ডুবে যেতে দেখে অন্যরা বাচ্চারা চিৎকার শুরু করে। চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে দু’জনকে উদ্ধার করে তৎক্ষণাৎ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
পুকুর লাগোয়া বাসিন্দা সুমন দাস বলেন, ‘চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে পুকুরে নামি। ঘাটের কাছ থেকে একজনকে উদ্ধার করি। ঘাটের কিছুটা দূর থেকে আরেক জনকে উদ্ধার করা হয়।’ স্থানীয়দের দাবি, মৃত দুজনেই সাঁতার জানতো না। এভাবে দুটো বাচ্চা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
ভাটপাড়ার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর বৈদ্য জানান, ওই পুকুরে অনেক বাচ্চাই স্নান করতে নেমেছিল। দু’জনের ডুবে মৃত্যু হয়েছে।