কলকাতা : কলকাতা ও হাওড়ার অন্তত ন’টি স্কুলে ‘সিরিয়াল’ লুঠের সঙ্গে যুক্ত দু’জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার পর্ণশ্রী ও বেহালা থানার পুলিশের হাতে গ্রেফতার হল মহেশতলার দুই যুবক।
পুলিশের দাবি, শেখ ইকবাল ও শেখ ইমরান নামে ওই দুই যুবকও একই গ্যাংয়ের সদস্য। তারাও কলকাতা ও হাওড়ার স্কুলে পরপর লুঠপাটের সঙ্গে যুক্ত। পুলিশের ধারণা, এই গ্যাংয়ের বাকি তিন থেকে চারজন এখনও পলাতক। ধৃতদের জেরা করে পুলিশ তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে। পুলিশ লুঠের টাকা উদ্ধারের জন্যও তল্লাশি চালাচ্ছে।
এই লুঠেরাদের প্রথম লক্ষ্য সিসিটিভির ডিভিআর। সিসিটিভির সব ফুটেজ উধাও করে দিয়ে দুষ্কর্ম করে। সম্প্রতি দক্ষিণ কলকাতার নেতাজিনগর এলাকার এন এস বোস রোডের উপর এক বালিকা বিদ্যালয়েও হানা দেয় ওই গ্যাং। এর আগে আরও আটটি স্কুলে তারা দুষ্কর্ম করেছে।
এর মধ্যে ভাঙড় এলাকার তিনটি স্কুলে চুরির কিনারা করেছেন লালবাজারের গোয়েন্দারা। প্রথমে তাঁদের হাতে ধরা পড়ে এই গ্যাংয়ের দু’জন। তারা এখনও জেলবন্দি। এর পর ধরা পড়ল আরও দুই। তাদের জেরা করে বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।