আমেদাবাদ ফার্মাসি কাউন্সিলের ওয়েবসাইট হ্যাক করে জাল মার্কশিট তৈরির অভিযোগে কাঁকসা থেকে গ্রেপ্তার ২

সুজিত ভট্টাচার্য

আমেদাবাদ ফার্মাসি কাউন্সিলের ওয়েবসাইট হ্যাক করে জাল মার্কশিট তৈরির অভিযোগে গত দু’দিন আগে গ্রেপ্তার হয় দুই যুবক। শুধাঙ্কর ঘোষ ও অতনু পাত্র নামের উত্তর ২৪ পরগনার দুই যুবককে, আমেদাবাদ সাইবার ক্রাইম বিভাগের পুলিশ শনিবার রাতে কাঁকসা থানার অন্তর্গত দেউল সংলগ্ন দুর্গাপুরের নামী অর্থোপেডিক সার্জেনের রিসোর্টে হানা দিয়ে গ্রেপ্তার করে। রবিবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতের নির্দেশে ধৃতদের ট্রানজিট রিমান্ডে আমেদাবাদে নিয়ে যায় পুলিশ। আমেদাবাদ ফার্মাসি কাউন্সিল শুধু নয়। দেশের একাধিক নামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করে জাল সার্টিফিকেট তৈরি করে বিভিন্ন কোচিং সেন্টারে তা বিক্রি করার অভিযোগ ছিল ধৃতদের বিরুদ্ধে। আরও কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে সেই বিষয়ে শুরু হয়েছে তদন্ত। মঙ্গলবার, কাঁকসার দেউল সংলগ্ন ওই নির্মিয়মান রিসোর্টের কাজ বন্ধ করে পঞ্চায়েত ও বন দপ্তর। জানা গিয়েছে, ওই রিসোর্টটি লিজ নিয়েছিল ধৃত দুই যুবক। সেখান থেকেই তারা নানান কারবার চালাতো। পাশাপাশি ওই রিসোর্ট লিজ নিয়ে আরও কোনও বড় প্রতারণার ফাঁদ পেতেছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। কয়েক বিঘা জমির উপর বন দপ্তরের জমির ওপর নির্মীয়মাণ ওই রিসোর্টের কিছুটা অংশে নির্মাণ কাজ হয়েছে, এমনই অনুমান করে বন আধিকারিকরা কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে জমি মাপ করে দেখা হবে সেখানে বন দপ্তরের জমি দখল হয়েছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − three =