পাকিস্তান সরকারের (Pakistan Government) অফিশিয়াল টুইটার হ্যান্ডেল ভারতে নিষিদ্ধ (Banned) করা হয়েছে। টুইটার জানিয়েছে, ভারত সরকারের (India) আইনি দাবি মেনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
টুইটারের এই পদক্ষেপের ফলে এখন পাকিস্তান সরকারের @GovtofPakistan-এর এই অ্যাকাউন্টের কোনও টুইট ভারতে দেখা যাবে না। নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। টুইটারের নীতি হল, এই ব্যাপারে তারা প্রতিটি দেশের নিজস্ব আইনি ব্যবস্থা ও নির্দেশ মেনে কাজ করবে। দিল্লির সরকারি সূত্রে বলা হয়েছে, এমন সিদ্ধান্তের বিশদ ব্যাখ্যা দেওয়া হয়নি। বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে এমন পদক্ষেপ করা হয়েছে।
যদিও এই প্রথম নয়, এর আগেও একবার পাকিস্তানের টুইটার হ্যান্ডেল ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। পরে আবার তা রিঅ্যাকটিভেট করা হয় বলে এএনআই সূত্রে খবর।