দু’বার জেলা পরিষদ থেকে জয়ী, এবারের টার্গেট রেকর্ড ভোটে জয়ী হওয়ার আশা তৃণমূল প্রার্থী সুমিতা সিং মল্লর

২০১৩ বরাবাজার, ২০১৮ মানবাজার (২)। দু’বার জেলা পরিষদ আসন থেকে জয়লাভ করেও ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের তৃতীয়বারের লড়াইটা যেন সুমিতা সিং মল্লর কাছে সম্মান রক্ষার লড়াই। এবার তিনি যখন পুরুলিয়া জেলা পরিষদের ৩ নং আসনে লড়াই করছেন তখন তিনি মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রীর পদে। যদিও সুমিতা সিং মল্ল জানান, আমি মহিলা তৃণমূল কংগ্রেসের জেলার সভানেত্রী পদ নিয়ে প্রচার করছি না। আমি একজন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী এবং মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে গ্রামে গ্রামে প্রচারে করছি। মানুষের চাওয়া পাওয়া সুখ-দুঃখ নানান সমস্যা রয়েছে। সমস্যার খোঁজ নিচ্ছি। জয়লাভ করার পর যাতে দিদির সৈনিক হিসেবে প্রান্তিক গ্রামের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারি, এটাই আমার মূল লক্ষ্য।
বরাবাজার ব্লকের জেলা পরিষদ ৩ নম্বর আসনে রয়েছে বরাবাজার,বেড়াদা, তুমড়াশোল বাঁশবেড়া এই চারটি গ্রাম পঞ্চায়েত। জেলা পরিষদ ৩ নম্বর আসনে সুমিতা সিং মল্লর মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির নীলা মাহাতো। ২০১৮ এর পঞ্চায়েত নির্বাচনে বরাবাজার ব্লকে ভালো ফল করেছিল বিজেপি। কংগ্রেসের সঙ্গে জোট করে বরাবাজার ব্লক দখল করে গেরুয়া শিবির। যদিও শেষের দিকে দলবদল করে বরাবাজার ব্লক দখল করে শাসক দল। জেলা পরিষদ ৩ নং আসনের বরাবাজার এবং বাঁশবেড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করলেও বেড়াদা এবং তুমড়াশোল দখল করে বিজেপি। পরে দলবদলের ফলে বেড়াদা গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল কংগ্রেস। তুমড়াশোল গ্রাম পঞ্চায়েতে বিদায়ী বোর্ডের ক্ষমতায় বিজেপি। তাই এই আসনটিতে এবার সুমিতা সিং মল্লর সঙ্গে নীলা মাহাতোর লড়াই হবে হাড্ডাহাড্ডি। সুমিতা সিং মল্ল জানান, জেতার ব্যাপারে একশো নয়, একশো দশ শতাংশ আশাবাদী। তবে বিরোধীকে আমি ছোট করে দেখছি না। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের বরাবাজার থেকে প্রথমবার জেলা পরিষদ আসনে জয়লাভ করে রাজনীতির যাত্রা শুরু করেন সুমিতা সিং মল্ল। বাম আমলে বরাবাজার রাজ পরিবারের সদস্য তৎকালীন এলাকার দাপুটে তৃণমূল নেতা প্রয়াত আদিত্য সিং মল্লর স্ত্রী সুমিতা সিং মল্ল। স্বামীর হাত ধরেই রাজনীতির আঙিনায় পা রাখেন। এক কথায় স্বামীর কাছেই শিখেছেন রাজনীতির খুঁটিনাটি। ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করে জেলা পরিষদের সদস্য পরে উপাধ্যক্ষও নির্বাচিত হন। এরপরে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে নিজের এলাকা বরাবাজারের আসনটি সংরক্ষিত হলে তিনি দাঁড়ান মানবাজার ২নং ব্লক এলাকার জেলা পরিষদের ৪ নং আসনে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনেই পুরুলিয়া জেলায় বিজেপির উত্থান। নরেন্দ্র মোদির আবেগে তখন গেরুয়াময় জেলা। ঘাসফুল বনাম পদ্ম ফুলের লড়াইয়েও জেলা পরিষদের ৪নং আসনে প্রায় চার হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন সুমিতা সিং মল্ল। এবারেও রেকর্ড ভোটে জয়লাভ করে জয়ের এই ধারা বজায় রাখবেন বলে প্রচারের ফাঁকে জানিয়ে দেন পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + five =