কলকাতা : মঙ্গলবার কলকাতায় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর ১০ জন কর্মরত এবং ১১ জন অবসরপ্রাপ্ত সদস্যকে প্রশংসনীয় সেবা প্রদানের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদকে সম্মানিত করা হয়।
রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস পদকগুলি প্রদান করেন। উল্লেখ্য, এই পদক রাজ্য পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় পুলিশ ও নিরাপত্তা সংস্থার সদস্যদের কর্তব্যের প্রতি অসাধারণ নিষ্ঠা ও সেবার পরিচয় দেওয়ার জন্য সম্মান জানায়।
এদিন অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, এটা শুধুমাত্র ২১ জন পুরস্কারপ্রাপকের উৎকর্ষের উদযাপন নয়, বরং দেশের নিরাপত্তা বাহিনীর মূল্যবোধ এবং সৈনিকদের ত্যাগের প্রতিও শ্রদ্ধার প্রকাশ। শান্তিপর্ব ও যুদ্ধের সময় দেশের নিরাপত্তা রক্ষায় বিএসএফের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন রাজ্যপাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজীব রঞ্জন লাল, ইন্সপেক্টর জেনারেল (হিউম্যান রিসোর্স), বিএসএফ ইস্টার্ন কমান্ড এবং ভূপেন্দ্র সিং, ইন্সপেক্টর জেনারেল, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, বিএসএফ।

