বিতর্কিত ট্যুইট নিয়ে তরজা অব্যাহত সাকেত-অমিতের

বিতর্কিত ট্যুইট নিয়ে তরজা অব্যাহত সাকেত গোখলের সঙ্গে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যের। বিজেপি নেতা অমিচ মালব্যর  দাবি, তৃণমূলের মুখপাত্র আসলে স্বভাবসিদ্ধ অপরাধী। এর আগেও একাধিকবার ভুয়ো ট্যুইট করেছেন তিনি।শুক্রবার এমনই এক ট্যুইট করতে দেখা গিয়েছিল অমিত মালব্যকে। তারই জবাবে বিজেপি নেতাকে বিঁধতে ছাড়লেন না সাকেতও। ওই ট্যুইটের প্রত্যুত্তরে সাকেতের কটাক্ষ, আপনি তো ফেক নিউজ ছড়ানোর কাজে নিযুক্ত কুলি।

এদিকে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেপ্তারির ঘটনায় মুখ পুড়েছে গুজরাত প্রশাসনের। কারণ, মাত্র ৩ দিনের ব্যবধানে তাঁকে দু’বার গ্রেপ্তার করেও জেলে ধরে রাখতে পারেনি মোদির রাজ্যের পুলিশ। এরপর দুই ক্ষেত্রেই ২৪ ঘণ্টার মধ্যে জামিনও পেয়ে যান তিনি। অক্টোবরে গুজরাতের মোরবির সেতু বিপর্যয় নিয়ে গুজরাত প্রশাসনের কড়া সমালোচনা করে ট্যুইট করেন সাকেত গোখলে। সঙ্গে যুক্ত করেন আরটিআই-এর একটি কপিও।  এই ট্যুইটেই সাকেতের দাবি, মোরবির সেতু ভেঙে পড়ার ঘটনার পর মোদির গুজরাত সফরে খরচ হয়েছে ৩১ কোটি টাকা।এদিকে সাকেতের দেওয়া এই তথ্যকে ভুয়ো বলে দাবি করা হয় গুজরাত পুলিশের তরফ থেকে। এই প্রসঙ্গে সাকেত অবশ্য এও জানান, ওই ট্যুইটটি তিনি করেননি। তিনি অন্য কারও ট্যুইট শেয়ার করেছিলেন মাত্র।পুলিশ যদি মনে করে থাকে ওটা ভুয়ো, তাহলে আসলে যে ট্যুইট করেছে তাঁকে খুঁজে বের করুক। আর ট্যুইটে যে তথ্য দেওয়া হয়েছে, সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রীর মোরবি সফরে ঠিক কতটা খরচ হয়েছে, সেটা প্রকাশ্যে আনা হোক। সেই টুইটটি রিটুইট করে বিজেপির অমিত মালব্য দাবি করেন,”তৃণমূলের সাকেত গোখলে স্বভাবসিদ্ধ অপরাধী। ও ভাবছে ভিকটিম কার্ড খেলে ছাড় পেয়ে যাবে। ও এমন কিছু একটা শেয়ার করেছে, সেটা শুধু ভুয়ো নয়, বিভ্রান্ত করার চেষ্টা। আইন আইনের পথে চলবে।’ আর এই ট্যুইট দেখে চুপ করে বসে থাকার পাত্র নন সাকেত। দ্রুত তিনি অমিতকে বিদ্ধ করে প্রত্যুত্তরে জানান, ‘বিজেপির ফেক নিউজের কুলি। পাশাপাশি অমিতকে এও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে, তাঁর ট্যুইটে বানান ভুল রয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে বানান ঠিক করুন আর নাহয় সেসব বিষয়ে মন্তব্য করা বন্ধ করুন, যেগুলি আপনার বুদ্ধিমত্তার বাইরে। আপনার আইকিউ-তো দিল্লির এই মুহূর্তের ঘরের তাপমাত্রার থেকেও কম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =