বিমানবন্দরে ‘পুলিশি হেনস্তা’র শিকার টেলি অভিনেতা মৈনাক

কলকাতা: বিমানবন্দরে স্ত্রীকে আনতে গিয়ে পুলিশি হেনস্তার মুখে পড়তে হয়েছে তাঁকে। এমনই অভিযোগ তুললেন, ‘ইচ্ছেপুতুল’ ধারাবাহিকের ‘সৌরনীল’ অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়।পুলিশের দ্বারস্থ হলেন অভিনেতা এবং তাঁর স্ত্রী ঐশ্বর্য।
জানা গিয়েছে, শুক্রবার রাতে বিমানবন্দরে স্ত্রীকে আনতে গিয়েছিলেন মৈনাক। সেখানে আচমকাই পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন অভিনেতা। জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মী কটুক্তি করেন অভিনেতার স্ত্রী-র প্রতি। পাশাপাশি, গাড়ি আটকে রাখারও হুমকি দেওয়া হয় অভিনেতাকে।
মৈনাকের কথায়, তিনি গাড়ি নিয়ে ধীর গতিতে স্ত্রীকে খুঁজছিলেন, তখনই দুর্ব্যবহার শুরু করে এক পুলিশকর্মী।
গাড়ির কাচ নামিয়ে বিষয়টি জানতে চাইলে সেই দুর্ব্যবহারের মাত্রা আরও বেড়ে যায়। সারারাত লকআপে রেখে দেওয়া বা গাড়িতে কাঁটা লাগিয়ে দেওয়ার মতো হুমকিও দেওয়া হয় অভিনেতাকে।
এরপরই বিমানবন্দরের থানায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের দ্বারস্থ হন অভিনেতা। সেখানে তাঁর বিরুদ্ধে হওয়া দুর্ব্যবহারের বিরুদ্ধে অভিযোগও জানান মৈনাক। পুলিশের এই আচরণে দৃশ্যতই ক্ষুব্ধ অভিনেতা। তিনি বলেন, পুলিশের কাছ থেকে এমন দুর্ব্যবহার তিনি আশা করেননি। পাশাপাশি, তাঁর স্ত্রী ঐশ্বর্যও জানান বিমানবন্দরে যে অভিজ্ঞতা তাঁদের হল তা কাম্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eight =