টুসু ভাসানে মাতোয়ারা বিষ্ণুপুর, টুসু গানে নাচে উৎসবের মেজাজ প্রাচীন মল্লগড়

বিষ্ণুপুর: রবিার পালিত হল মকর সংক্রান্তি। এদিন সারা পৌষ মাস জুড়ে যে ঘরের মেয়ে টুসুকে গানে গানে আরাধনা করে নিয়ে এসেছিল রাঢ় বাংলার মানুষ রীতি মেনে আজ তার বিদায় নেওয়ার দিন। ঘরের মেয়ের বিদায় বেলাতেও উৎসবের ধুম প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরে।
রাঢ় বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে টুসু। কেউ বলেন টুসু লক্ষ্মীরই আরেক রূপ। কেউ বলেন টুসু আসলে রাঢ়ের লৌকিক দেবী। টুসুর পরিচয় নিয়ে মতভেদ থাকলেও টুসু যে রাঢ়ের ঘরের মেয়ে তা নিয়ে দ্বিমত নেই। সারা পৌষ মাস জুড়ে ফুল ও তুষ দিয়ে টুসু খোলা সাজিয়ে গানে গানে তাকে আরাধনা করা হয়। পৌষ সংক্রান্তির আগের রাতে হয় টুসুর জাগরণ। চিরাচরিত সেই রীতি মেনে রাতভর এককালের প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরে রাতভর টুসুর জাগরণ করে রবিবার সকাল থেকে শুরু হয়েছে টুসু বিসর্জনের পালা। যমুনা পাড়া সহ বিষ্ণুপুর শহরের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ শোভাযাত্রা করে টুসুর চৌঢল সাজিয়ে হাজির হচ্ছেন যমুনা বাঁধের পাড়ে। সঙ্গে দোসর টুসু গান আর নাচ। এই যমুনা বাঁধেই টুসুর চৌঢল ভাসিয়ে মকর স্নান সারছেন বিষ্ণুপুরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 7 =