কলকাতা : বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতির জেরে গত শুক্রবার থেকে দুই বাংলার আন্তর্জাতিক ট্রেন পরিষেবা ব্যাহত হতে শুরু করে। তারপর থেকেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
পড়শি দেশের অস্থিরতা এখনও কাটেনি। যার জেরে সোমবার ও মঙ্গলবার কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।
রবিবারও দু’দেশের মধ্যে যাত্রী পরিবহণে অন্যতম এই ট্রেনটি উভয় দেশ থেকেই যাত্রা শুরু করতে পারেনি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পূর্ব রেলের শীর্ষ কর্তারা। তাঁদের বক্তব্য, সীমান্তের ওপারে উদ্ভুত উত্তেজনা পুরোপুরি না কমলে ট্রেন চালানো সম্ভব নয়। যাত্রী সুরক্ষার সঙ্গে ভারতীয় রেল কোনও ধরনের আপস করবে না। তাই বিদেশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ মেনে এই ট্রেন সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।