মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে মারার চেষ্টা!

প্রকাশ্য রাস্তায় মেয়ের শ্লীলতাহানি ও কটুক্তির প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক ইভটিজার ও তার দলবলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বামনগোলা থানার পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের সালালপুর এলাকায়। প্রকাশ্য রাস্তায় মধ্যবয়স্ক ওই ব্যক্তিকে মার খেতে দেখেই আশেপাশের লোকজন ছুটে আসে। তখনই অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার পর আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে হামলাকারী যুবক বাপি বারুই সহ তার দলবলের বিরুদ্ধে বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই ছাত্রীর পরিবার। আহত ব্যক্তির নাম আশুতোষ সরকার (৫৫)। তিনি পেশায় ব্যবসায়ী। তার মেয়ে এ বছর মাধ্যমিক পাশ করেছে। এলাকারই যুবক বাপি বারুই দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছে বলে অভিযোগ। কিছুদিন আগেই ওই যুবকের বিরুদ্ধে পাকুয়াহাট পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছিল ছাত্রীর পরিবার। এরপর ওই যুবককে আটক করে পুলিশ। কিন্তু রহস্যজনক কারণে রাতারাতি ওই যুবককে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। আর তারপরেই বদলা নেওয়ার জন্য উঠে পড়ে লাগে অভিযুক্ত যুবক বাপি বারুই ও তার দলবল।
ছাত্রীর বাবা আশুতোষ সরকার বলেন, মঙ্গলবার সকালে প্রাইভেট টিউশন থেকে মেয়ে বাড়ি ফেরার সময় তার হাত ধরে টানাটানি করছিল অভিযুক্ত বাপি। তাকে কটুক্তি ও করা হয়। মেয়েকে বাঁচাতে গেলে ওরা বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে আমার ওপর হামলা চালায়। পুলিশে একবার অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু তারপরও প্রয়োজনীয় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই দিনের ঘটনায় বামনগোলা থানায় নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রয়োজনে বিষয়টি পুলিশ সুপার কেউ জানানো হবে বলেও দাবি করেছেন আক্রান্তের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + ten =