“সত্যের জয় হবে”, বাড়ি ফিরে প্রিয়জনদের দেখে ফের কেঁদে বললেন পার্থ

কলকাতা : জেলমুক্ত হওয়ার পর প্রথম বার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানালেন, আগামী দিনে সত্যের জয় হবে।

একই সঙ্গে ওই বিবৃতিতে বিধায়ক পার্থবাবু নিজের বিধানসভার কেন্দ্রের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, “আমি বেহালা পশ্চিমের মানুষের কাছে দায়বদ্ধ। যাঁরা আমাকে সৎ মানুষ মনে করে পর পর পাঁচ বার নির্বাচনে জিতিয়েছেন, আমি তাঁদের কাছেই বিচার চাইতে যাব।”

প্রসঙ্গত, পার্থবাবু বেহালা পশ্চিম কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক। ২০০১ সাল থেকে ওই কেন্দ্রে টানা জয়ী হয়ে আসছেন তিনি। বিবৃতির শুরুতেই পার্থ বলেন, “আইনের প্রতি আস্থাশীল ছিলাম। প্রাথমিক পর্যায়ে সেই সত‍্যের জয় হয়েছে। আগামী দিনে সত‍্যের জয় হবে।”

মঙ্গলবার সাড়ে তিনবছর পর নাকতলার বাড়িতে ফেরেন পার্থ। তাঁকে স্বাগত জানাতে হাসপাতাল চত্বরে ব্যানার-পোস্টার হাতে অপেক্ষায় ছিলেন অনুগামীরা। বাড়ির সামনেও ছিল অনুগামীদের ভিড়।

২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে প্রচুর অর্থ উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এরপরই ইডির হাতে প্রথমে গ্রেফতার হন অর্পিতা, পরে পার্থবাবুকেও গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করার পর তাদের তরফে পার্থবাবুকে ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেফতার করা হয়। সেই থেকে জেলবন্দি ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − six =