ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, ফের দাবি ট্রাম্পের

ওয়াশিংটন : “আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি”, ফের একবার দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সম্ভবত তারা পারমাণবিক যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছিল। শেষ হামলায় তারা পাঁচটি বিমান গুলি করে মাটিতে নামিয়েছিল। ট্রাম্প আরও বলেছেন, “আমি তাদের ফোন করে বলেছিলাম, যদি তোমরা এমনটা করো, তাহলে আর বাণিজ্য করো না। তারা উভয়ই শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশ। কে জানে এর পরিণতি কোথায় হত, আর আমি এটা থামিয়ে দিয়েছি।”

উল্লেখ্য, গত দু’মাসে প্রায় অনেকবার ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্প যতবার এই দাবি করছেন, ততবারই নরেন্দ্র মোদী সরকারকে চেপে ধরছে বিরোধীরা। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর তার জন্য পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত।

প্রত্যাঘাতের অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় বাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। এর পর পাকিস্তানও পাল্টা হামলা চালায়। দুই দেশের মধ্যে টানা চার দিন সংঘর্ষ চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 6 =