মাদারিহাট: প্রবল বৃষ্টিতে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের হোটেলে ঢুকে পড়ল শিলিগুড়িগামী লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই হোটেল কর্মীর। আলিপুরদুয়ারের (Alipurduar) মাদারিহাট চৌপথির কাছে জাতীয় সড়কের ঘটনা। এলাকায় নেমেছে শোকের ছায়া। ওই হোটেল থেকে পাঁচজনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়। মাদারিহাট থানার পুলিশ লরিটিকে বাজেয়াপ্ত করেছে। আলিপুরদুয়ারে এশিয়ান হাইওয়ের ধারে ধাবার ওপর উলটে পড়ল ইউরিয়া বোঝাই ট্রাক। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসমের ডিব্রুগড় থেকে ইউরিয়া বোঝাই একটি লরি উত্তরপ্রদেশে যাচ্ছিল। মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের মাদারিহাট হাইস্কুল চৌপথিতে এসে দ্রুত গতির লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ধাবার উপর উলটে যায়। দুর্ঘটনায় পূর্ণ আর্য এবং রাজকুমার রায় নামে দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা হোটেলের ভিতরে ঢুকে পড়েন। উদ্ধারকাজে হাত লাগান। ওই হোটেলের ভিতর থেকে আরও পাঁচজনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়। তাঁরা বর্তমানে হাসপাতালে ভরতি। তবে লরির চালক ও খালাসি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। মাদারিহাট থানার পুলিশ লরিটিকে বাজেয়াপ্ত করেছে। অতিরিক্ত গতির জেরে দুর্ঘটনা নাকি প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে থাকার ফলে লরিটি নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখছে পুলিশ।