চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলের এসটি মোর্চার সভাপতির বিরুদ্ধে

চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা চাওয়ার অভিযোগ। টাকা না দেওয়ায় মেলেনি চাকরি, মালদা জেলা তৃণমূলের এসটি মোর্চার সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হবিপুরের পলাশবনা গ্রামের বাসিন্দা ললিত মাহাতোর। টাকা চাওয়ার অডিও ভাইরাল। টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা চুনিয়া মুর্মুর। তীব্র কটাক্ষ বিজেপির। দলের পদে থেকে কেউ এই ধরনের কাজ করলে দল বরদাস্ত করবে না পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। সম্প্রতি আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরোয়। নিয়োগ হয় জেলা জুড়ে। আর সেই নিয়োগকে কেন্দ্র করে এবার বিতর্ক। মালদার হবিবপুরের পলাশ বোনা এলাকার বাসিন্দা। ললিত মাহাতোর স্ত্রী জয়ন্তী মুর্মু আশা কর্মী পদের জন্য আবেদন করেন। মৌখিক পরীক্ষার আগে আশা কর্মী হিসেবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য ললিত মাহাতোর কাছে দেড় লক্ষ টাকা দাবি করেন মালদা জেলা এসটি মোর্চার সভাপতি চুনিয়া মুর্মু বলে অভিযোগ। এমনকী, টাকা চাওয়ার একটি অডিও ভাইরাল হয়। ললিত মাহাতোর অভিযোগ, দেড় লক্ষ টাকার বিনিময়ে চুনিয়া তার স্ত্রীর চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তিনি সেই টাকা দিতে রাজি হননি। তাই নম্বর বেশি থাকা সত্যেও চাকরি হয়নি তার স্ত্রীর। যদিও নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন চুনিয়া মুর্মু। ললিত মাহাতোকে তিনি চেনেন না বলে দাবি। আর এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, তৃণমূল চাকরি দেওয়ার একটা কোম্পানি খুলেছে। শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত কিছুতেই চাকরি দেওয়ার এজেন্সি খুলেছে, আর তৃণমূল নেতার হচ্ছে সেই এজেন্সির স্টাফ। তৃণমূলের মন্ত্রীদের নির্দেশে সব জায়গায় এইরকম টাকা তোলা হয়েছে। কিছু জায়গায় চাকরি হয়েছে কিছু জায়গায় হয়নি। এই বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, ওই বক্তব্যটা চুনিয়া মুর্মুর কিনা তা এখনো টেস্ট করা হয়নি। পার্টির পদে থাকবে আর পার্টির মর্যাদা নষ্ট করবে এই দুটো জিনিস হতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − thirteen =