পাটুলিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

ফের প্রকাশ্য়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাস্থল এবার ১১০ নম্বর ওয়ার্ড। মারধর করে কান ফাটিয়ে দেওয়া হল তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের। মঙ্গলবার রাতে প্রকাশ্য রাস্তায় মারধরের জেরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখা যায় কাউন্সিলরকে। এরপরই হাসপাতাল থেকে সোজা গেলেন পাটুলি থানায়।

প্রসঙ্গত, ভোটের দু’দিন আগেও স্বরাজ মণ্ডলকে মারধর করার অভিযোগ উঠেছিল কাউন্সিলর বিরুদ্ধ গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে। সেই সময় মন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হলেও ফের মঙ্গলবার তাঁর উপর চড়াও হওয়ার ঘটনা ঘটে। রাস্তায় ফেলে পেটানো হয় কাউন্সিলরকে। তা ঘিরেই তপ্ত এলাকার রাজনৈতিক মহল।

ঘটনার সম্পর্কে জানা গিয়েছে, পাটুলির মেলার মাঠে কাউন্সিলরের কার্যালয় রয়েছে। সেখানে সপ্তাহে একদিন করে এলাকার তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার বসেন। বাকি দিনগুলিতে কাউন্সিলর বসেন। এদিন ওই কার্যালয়ে কাউন্সিলর বসতে গেলে তখনই দেখা যায় সমস্যা। অভিযোগ, কিছু লোকজন কাউন্সিলরকে বলে, বিধায়কের চেয়ারে বসা চলবে না। কাউন্সিলর তখন তাঁদের বলেন, ওই কার্যালয় তাঁর। বিধায়ক যখন আসেন তখন তিনি চেয়ার ছেড়ে দেন। বাকি দিনগুলিতে তিনিই বসেন। কিন্তু, তারপরও কিছু লোকজন রীতিমতো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। অভিযোগ এরইপরই কয়েকজন কাউন্সিলরের মুখে ঘুসি মারে। শরীরের একাধিক জায়গায় আঘাত করে। তখনই কাউন্সিলরের কান ফেটে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =