কলকাতা : একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে সোমবার সকাল থেকেই ধর্মতলামুখী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ধর্মতলায় ভিড় বাড়তে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী-সমর্থকেরা কলকাতায় আসছেন। অনেকেই অবশ্য চলে এসেছেন রবিবার।
হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে সোমবার সকাল থেকে তৃণমূল সমর্থকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন জেলা থেকে তাঁরা ট্রেনে কলকাতায় পৌঁছোচ্ছেন।
তৃণমূলের ফ্লেক্স, পোস্টারে ছেয়ে গিয়েছে রাস্তাঘাট। লোকাল ট্রেনে ভিড়ও হয়েছে অনেকটাই। রাস্তায় বাসের সংখ্যা তুলনামূলক কম, যেগুলি চলছে তাতে ভীষণ ভিড়।

