নিউটাউনে তৃণমূল কর্মীকে মারধর, উঠল গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

নিউটাউনে শুলংগুঁড়ি দক্ষিণ পাড়া এলাকার তৃণমূল পার্টি অফিসের সামনেই তৃণমূল কর্মীকে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলেরই অপর গোষ্ঠী। আহত তৃণমূল কর্মীর নাম অনুপ বিশ্বাস। আর এই ঘটনায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

সূত্রে খবর, রবিবার রাতে কাজ করে বাড়ি ফিরছিলেন অনুপ বিশ্বাস। ফেরার পথে তার বাইক আটকায় নরেশ সমদ্দার ওরফে নান্টু,  উজ্জ্বল-সহ আরও বেশ কয়েকজন। এরপরই তৃণমূল কর্মী অনুপকে বেধড়ক মারধর করা হয়। তবে কী কারণে তাঁর ওপর এই আক্রমণ তা বুঝতে পারছেন না আহত এই তৃণমূল কর্মী। তবে অনুপের বক্তব্য় অনুসারে যাঁরা রবিবার রাতে তাঁকে মারধর করে, তাঁরা জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং  অনুপম বিশ্বাসের অনুগামী বলে অভিযোগ।

এই  প্রসঙ্গে আক্রান্ত অনুপ জানান, ‘কাজ থেকে বাড়ি ফিরছিলাম। নান্টু বাইক নিয়ে এসে আমার বাইকের সামনে দাঁড় করায়। কোনও কথা না বলে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করে। এর মধ্যে উজ্জ্বল বলে আরও একজনকে চিনতে পারি। ওরা কেউই নেশা করে ছিল না। সুস্থ অবস্থাতেই মারধর করল। আমরা সবাই তৃণমূল করি।’

এদিকে এই ঘটনায় পঞ্চায়েত সমিতির সদস্য মহম্মদ আফতাবউদ্দিন জানান, ‘অনুপ বিশ্বাস নামে ছেলেটা আমার মনে হয় না তৃণমূল কর্মী। কারণ এই নির্বাচনেও ওকে বিজেপিতে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। ওর সম্বন্ধে পাড়াতেও নানারকমের অভিযোগ রয়েছে। আমাকে বিষয়টা খোঁজ নিয়ে দেখতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eight =